পথশ্রী প্রকল্প শুরু হতেই রাস্তা নির্মাণের কাজে নামলেন খোদ গ্রামের পঞ্চায়েত প্রধান। ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের ৫ নং ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের নকশা সংসদের আমতলী খালিয়াপাড়া অঞ্চলে।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগেই রাজ্যের গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু করার জন্য কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী এই পথশ্রী প্রকল্পের সূচনা করেন। এরপরেই এপ্রিলেই কাজ করা শুরু হয় এই পথশ্রী প্রকল্পের অন্তর্গত রাস্তাশ্রী প্রকল্পের।
৫ নং ভাটপাড়া অঞ্চলের খালিয়াপাড়া এলাকার ডিপটিকল মোড় থেকে সুহেন পাহানের বাড়ি পর্যন্ত ১কিমি ২০০ মিটার কংনক্রিটের ঢালাই রাস্তা নির্মান শুরু হয় রবিবার। দীর্ঘ দিনের দাবি পূরন করে পঞ্চায়েত এই নির্মান কাজ শুরু করায় খুশি এলাকার বাসিন্দারা।