হাসপাতালের বেডে বসে মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে ফেললেন রোগিণী। তারপর রীতিমতো মৌজ করে বিড়ি ধরালেন! তাতে আগুন লেগে গেল হাসপাতালের বেডে। মুখ পুড়ে গেল তাঁর নিজেরও৷ এমন আশ্চর্য ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে।
উত্তর ২৪ পরগনার হাবড়া হাটথুবা ঘোষপাড়া এলাকার ওই মহিলার নাম অরুণা অধিকারী। শ্বাসকষ্টের সমস্যায় তাঁকে ভর্তি করানো হয় হাবড়ার হাসপাতালে। রবিবার গভীর রাতে তিনি এমন কাণ্ড ঘটানোয় তোলপাড় শুরু হয়। আগুন দেখে চিৎকার করতে থাকে রোগীরা। ছুটে আসেন কর্তব্যরত নার্সরা। আগুন নিভিয়ে শুরু হয় চিকিৎসা দেখা যায় মুখ পুড়ে গিয়েছে অরুণার৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় বারাসত স্টেট জেনারেল হাসপাতালে।
কিন্তু হাসপাতালের ভিতরে কীভাবে ধূমপান করলেন অরুণা? কোথা থেকে পেলেন দেশলাই? তাহলে কি পর্যাপ্ত নজরদারি ছিল না? প্রশ্ন উঠছে অনেক৷ পুরসভার চেয়ারম্যান তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নারায়ণ সাহা জানিয়েছেন, এই ঘটনা কেন ঘটল তা তদন্ত করে দেখা হবে।