স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ।
পাঁচ-পাঁচটি হাসপাতাল ঘুরেও মিলল না চিকিৎসা। বিনা চিকিৎসায় দুর্ঘটনাগ্রস্ত রোগী মৃত্যুর অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। দীর্ঘ ১৪ ঘণ্টা ধরে চলল শুধু চলল এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার! সেই অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নিজেদের মতো করে নানা কারণ দেখিয়েছে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ।