করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন । প্রিয়জনকে হারিয়েছেন অনেকে । সেই ক্ষত সারতে এখনও সময় লাগবে অনেকটা । আর এধরনের ট্রেন দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ট্রেনে ওঠার আগে বিমা করে রাখতে ভুলবেন না । খুব কম খরচেই বিমা করার সুযোগ দিচ্ছে রেল । টিকিট কাটার সময় মাত্র ৩৫ পয়সা খরচ করতে হবে । তাহলেই মিলবে বিমার সুবিধা । রেল দুর্ঘটনায় কোনও বিমা করা যাত্রীর মৃত্যু হলে, তিনি পেয়ে যেতে পারেন ১০ লাখ টাকা ।
জানা গিয়েছে, যদি কোনও যাত্রী দুর্ঘটনায় প্রাণে বাঁচে, কিন্তু অক্ষম হয়ে পড়েন, তাহলে তিনিও ১০ লক্ষ টাকা পাবেন। আংশিক অক্ষম হলে পাবেন ৭ লক্ষ ৫০ হাজার টাকা । হাসপাতালে চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা । রেল দুর্ঘটনায় কারও মৃত্যু হলে দেহ বাড়িতে পৌঁছে দেওয়ার খরচ হিসেবে আইআরসিটিসি ১০ হাজার টাকা দেবে ।
বিমার সুবিধা পাওয়ার জন্য অনলাইনে টিকিট কাটতে হবে । কনফার্ম টিকিটের সঙ্গে আরএসি টিকিটেও মেলে বিমার সুবিধা । টিকিট কাটার পরে মোবাইলে বিমা সংক্রান্ত যাবতীয় তথ্য জানিয়ে দেয় আইআরসিটিসি । তবে বিমা বাধ্যতামূলক নয় । না চাইলে বিমা নাও করাতে পারেন ।