ঠিক যেন নন্দনকানন, বাড়ির ছাদ থেকে উড়ে কখনও অন্য একটি বাড়ির ছাদে কখনও বা নারকেল গাছে চড়ে বেড়াচ্ছে ময়ূর। সাত সকালে এই অপূর্ব দৃশ্য দেখে কার্যত অবাক দুর্গাপুরের বেনাচিতি কমলপুর প্লটের বাসিন্দারা।
জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে আসে ময়ূরটি, তারপর বসত বাড়ির ছাদ থেকে সুউচ্চ নারকেল গাছে ঘুরে বেড়াতে থাকে দেশের জাতীয় পাখি। সকাল সকাল ময়ূর দেখতে ভিড় জমায় এলাকাবাসী। বনদফতর সূত্রে খবর, ময়ূরটির বয়স আনুমানিক ৫ বছর।
Weather Update: ফের তাপপ্রবাহের সম্ভাবনা, দেশে বর্ষা ঢুকছে কবে? আশার কথা শোনাল মৌসম ভবন
শহর থেকে অন্তত ২০ কিমি দূরে রয়েছে দেউলের গড় জঙ্গল। ওই জঙ্গলে অসংখ্য ময়ূর রয়েছে। কোনওভাবে জঙ্গলের পথ হারিয়ে লোকালয়ে ঢুকে পড়ে ময়ূরটি।