স্লোগান তুলে ভিড় করে মিছিল চলেছে ধর্মতলার ২১ জুলাই মঞ্চের দিকে। মুখ্যমন্ত্রী এবং দলের নামে জয়ধ্বনি তোলা মানুষের ঢলে উৎসবের আমেজ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই তৃণমূল কর্মীরা ভিড় জমিয়েছেন ধর্মতলায়। রং-বেরঙের টুপি পড়ে 'দিদি'র ভাষণ শুনতে এসেছেন কোচবিহার-হুগলি-নামখান-দার্জিলিংয়ের কর্মীরা। কেউ এসেছেন দু'দিন আগে, কেউবা সবে এসে পৌঁছেছেন ধর্মতলায়। কিন্তু প্রত্যেকের মুখেই এক কথা, তাঁরা একটিবারের জন্য জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান, তাই ছুটে এসেছেন একুশে জুলাইয়ের সমাবেশে।
বাস-ট্রেন-গাড়ি-লঞ্চ, পরিবহনের বিভিন্ন মাধ্যমকে সঙ্গী করে দলে দলে তৃণমূল কর্মীরা এসে যোগ দিচ্ছেন শহিদ সমাবেশে। ধর্মতলা চত্বর সেজে উঠেছে রংবাহারি সাজে।
আরও পড়ুন- 21 July Sahid Diwas:ভোর থেকেই তৃণমূল কর্মী, সমর্থকদের সমাবেশমুখী মিছিল
কোথাও আবার ঢাকের তালে যাত্রা শুরু করেছেন তৃণমূল কর্মীরা, কোথাও বা তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পের ছবিতে সর্বাঙ্গ মুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে এসেছেন তৃণমূল কর্মীরা।
দু-বছর পর ফের ধর্মতলায় হচ্ছে তৃণমূলের শহিদ সমাবেশ। ফলে বাড়তি উদ্দীপনা নিয়েই মঞ্চের যতটা কাছে যাওয়া সম্ভব, তাঁদের দলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রীকে একবার কাছ থেকে দেখতে ভিড় জমিয়েছেন দূর-দূরান্তের তৃণমূল কর্মীরা।