মঙ্গলবার নতুন করে উত্তেজনা উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। নাবালিকাকে ধর্ষণ এবং খুনের অভিযোগ ঘিরে তুলকালাম বাধে এলাকায়। এদিন এলাকায় এক আদিবাসী মিছিলকে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত। আচমকাই পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। এরপরই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। তাতেও কাজ না হওয়ায় লাঠিচার্জ করে পুলিশ। এরপরই রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। অভিযোগ, পুলিশকে লক্ষ করে ইট ছোড়েন বিক্ষোভকারীরা। একাধিক গাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। শুধু তাই নয়, থানায় ঢুকে পড়ে তাণ্ডব চালায় উন্মত্ত জনতা।
জানা গিয়েছে, ছাত্রীমৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় ছিল আদিবাসী সমাজ। কিন্তু পূর্বনির্ধারিত এই কর্মসূচি সম্পর্কে একন পুলিশ বাড়তি সতর্কতা নিল না, তা নিয়েও উঠছে প্রশ্ন। ব্যারিকেড দিয়ে মিছিল আটকাতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশি বাধা টপকে থানায় ধুকে পড়ে জনতা। অভিযোগ, উন্মত্ত জনতা থানায় আগুন ধরিয়ে দেয়। এছাড়া নথিপত্র জ্বালিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। সংঘর্ষে আহত হন একজন এএসআই সহ কয়েজন পুলিশকর্মী।
আরও পড়ুন- Coochbehar TMC Clash: নবজোয়ারেও ব্যালট লুঠ? অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ ছাড়তেই গোষ্ঠীসংঘর্ষ সিতাইয়ে