রবিবার অর্থাৎ ১৮ অগাস্ট রয়েছে WBCS পরীক্ষা। আর সেই কারণে অতিরিক্ত মেট্রো চলবে ওইদিন। মেট্রো রেলের তরফে এই খবর জানানো হয়েছে। প্রথম মেট্রো ছাড়ার সময় পরিবর্তন করা হলেও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে।
প্রতি রবিবার কবি সুভাষ থেকে দমদম এবং দক্ষিণেশ্বর মিলিয়ে মোট ১৩০টি মেট্রো চলে। কিন্তু রবিবার অতিরিক্ত ৮টি মেট্রো চালানো হবে। অর্থাৎ ব্লু লাইনে ওইদিন চলবে মোট ১৩৮টি মেট্রো।
মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, অন্য রবিবার সকাল ৯টা থেকে মেট্রো পরিষেবা শুরু হয়। কিন্তু ১৮ তারিখ দমদম ও দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। এবং দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো চালু হবে সকাল ৭টা ১৫ মিনিটে।
কেন এই অতিরিক্ত পরিষেবা?
এবিষয়ে কৌশিক মিত্র জানিয়েছেন, WBCS পরীক্ষা থাকার জন্য অতিরিক্ত মেট্রো চালানোর অনুরোধ করা হয়েছিল। সেই কারণে পরীক্ষার্থীদের সুবিধার্ধে আপ ও ডাউন লাইনে ৬৯ জোড়া ট্রেন চালানো হবে। সেক্ষেত্রে শুধু পরীক্ষার্থীরা নয়, সব সাধারণ মানুষই অতিরিক্ত পরিষেবার সুবিধা নিতে পারবেন।
ব্লু-লাইনে পরিষেবা চালু থাকলেও গ্রিন লাইন, পার্পেল লাইন এবং অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা চালু থাকবে না। অর্থাৎ অন্য রবিবারের মতোই ওই লাইনগুলির পরিষেবা উপভোগ করতে পারবেন না যাত্রীরা।
অতিরিক্ত মেট্রোর সুবিধা দেওয়া হলেও সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে মোট ৮টি রেক চলবে। অর্থাৎ আপ লাইনে ৪টি এবং ডাউন লাইনে ৪টে রেক চালানো হবে। ওই দুঘণ্টায় দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান থাকবে ৩০ মিনিট।