কুয়েতের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনায় মৃত্যু হয়েছে মেদিনীপুরের এক বাসিন্দার। তাঁর নাম দ্বারিকেশ পট্টনায়েক। বর্তমানে দেহ ফেরার অপেক্ষায় তাঁর পরিজনরা।
বছর খানেক আগে শেষবারের মতো মেদিনীপুর ফিরেছিলেন তিনি। তারপর আবার এই বছরের দুর্গাপুজোয় ফিরবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তাঁর আর ফেরা হল না। কুয়েতের একটি সংস্থায় ইঞ্জিনিয়ার সুপারভাইজার পদে চাকরি করতেন তিনি।
পরিবারের তরফে জানানো হয়েছে, দ্বারিকেশের এক বন্ধু মৃত্য়ুর খবর জানিয়েছিলেন। তারপর বৃহস্পতিবার রাতে স্থানীয় কাউন্সিলর তাঁর বাড়িতে গিয়েছিলেন। পরিজনদের দাবি, যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক দ্বারিকেশ পটনায়েকের দেহ।
এবিষয়ে মৃতের শ্যালক সায়ন্তন পট্টনায়েক জানিয়েছেন, তাঁর জামাইবাবুর এক বন্ধুর তরফে মৃত্যুর খবর ফিরে এসেছে। যত দ্রুত দেহ ফিরে আসছে তার আশায় দিন গুনছেন পরিবারের সকলে।