জমি বিবাদের জেরে মালদহে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনার জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা।
মৃত ব্যক্তির নাম সইদুল আলি। জানা গিয়েছে, এক প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছিল সইদুলের। মঙ্গলবার সকালে স্থায়ী মিমাংসা করতে তাঁকে গুলি করার অভিযোগ ওঠে ওই প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক।
Read More- হাতের রাখিতে দশাবতার তাস, ক্ষয়ে আসা সময়কে বাঁচাতে মরিয়া বিষ্ণুপুরের শিল্পী
গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা।