ইংল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে এবং আমেরিকায় দ্রুত গতিতে ছড়াচ্ছে মাঙ্কি ভাইরাসের (Monkey Virus) সংক্রমণ। ভারতে এখনও পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণের কোনও খবর নেই। কিন্তু এবার মাঙ্কি ভাইরাস নিয়ে আগাম সতর্কতা নিল পশ্চিমবঙ্গ সরকার (West Bengla Government)।
রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে, বিদেশ থেকে রাজ্যে আসা কোনও ব্যক্তির মধ্যে যদি মাঙ্কি ভাইরাসের সংক্রমণের অর্থাৎ মাঙ্কি পক্সের কোনও উপসর্গ দেখা যায়, তাহলে তাঁকে বেলেঘাটা আইডি (Beleghata ID) হাসপাতালে নিভৃতবাসে পাঠানো হবে। সেখানে রেখে ওই ব্যক্তির শারীরিক পরীক্ষা করা হবে। এই সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের যে সমস্ত নির্দেশিকা রয়েছে সেগুলিও অনুসরণ করা হবে।
Monkey Virus Spreading: ১২ দেশে মাঙ্কি ভাইরাসে আক্রান্ত ৯২, সংক্রমণ আরও বাড়বে জানাল ‘হু’
রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানান, কোনও ব্যক্তির দেহে মাঙ্কি পক্সের উপসর্গ দেখা দিলে কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে সেই ব্যক্তির রক্তের নমুনা পাঠানো হবে পুণের এনআইভি-তে। উল্লেখ্য, বিশ্বে এখনও পর্যন্ত ১২টি দেশে ৯২ জনের মধ্যে মাঙ্কি ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এখনও এই ভাইরাসে মৃত্যুর কোনও খবর মেলেনি।