দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে (Republic Day 2022) রাজ্যের ট্যাবলো (Tableau) সংক্রান্ত বিষয়টি নিয়ে তরজা চলছেই। নেতাজির ট্যাবলো নিয়ে বিতর্কের আগুনে ঘি পড়ল আবার। একটি জনস্বার্থ মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। ‘বাংলার আবেগকে অপমান করা হচ্ছে’ এই মর্মেই দায়ের করা হয় মামলাটি।
নেতাজির ট্যাবলো (Netaji tableau) কেন বাদ পড়ল প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান থেকে। মামলায় এমন প্রশ্নও তোলা হয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের ট্যাবলো নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধেও একটি মামলা করা হয়। এই নিয়ে আগামী সপ্তাহে হাইকোর্টে শুনানির সম্ভাবনা আছে।
চলতি বছরের প্রজাতন্ত্র দিবসের (Republic Day) অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) ট্যাবলো পাঠানোর প্রস্তাব নাকচ করে দেয় কেন্দ্র (Central Government)। চলতি বছর ২৬ জানুয়ারি উপলক্ষে দিল্লির অনুষ্ঠানে নেতাজি ও আইএনএ বিষয়ক ট্যাবলো পাঠানোর প্রস্তাব দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার।
প্রতিরক্ষা মন্ত্রকের (Defence Ministry) পক্ষ থেকে প্রস্তাবটি মৌখিকভাবে নাকচ করে দেওয়া হয়। তবে এই মর্মে সরকারিভাবে কোনও চিঠি রাজ্য সরকারের কাছে এখনও আসেনি।