রাজ্যে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মধ্যে এবার ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করলেন এক চিকিৎসক। শনিবার এই জনস্বার্থ মামলা দায়ের করেন শহরের নামী চিকিৎসক সঞ্জীবকুমার মুখোপাধ্যায়।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে বাংলায় দৈনিক করোনা সংক্রমণ ৩ হাজারের বেশি। দৈনিক সংক্রমণের পরিসংখ্যানের নিরিখে দেশে শীর্ষে এ রাজ্য। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের। বিষয়টি নিয়ে নবান্নে প্রশাসনিক বৈঠকও হয়েছে। এই পরিস্থিতিতে সঞ্জীবকুমারের বক্তব্য, যেভাবে রাজ্যে করোনা বাড়ছে, তাতে এই জনসমাবেশ ভার্চুয়ালি করাই শ্রেয়। যদি তা একান্তই না সম্ভব হয়, সেক্ষেত্রে কোভিডবিধি মেনে সমাবেশ করার আবেদন জানান তিনি। আগামী মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- Cyber crime:ভুয়ো মেল আইডি থেকে কলকাতা পুরনিগমের চাকরির ‘নিয়োগপত্র’, ধৃত ২
সঞ্জীকুমার বলেন, সমস্তরকম কোভিড বিধি মেনে জনসভা করা উচিত। প্রত্যেকের মাস্ক পরা অত্যাবশ্যক করতে হবে। সামাজিক দূরত্ববিধি যাতে মানা হয় তাও খেয়াল রাখতে হবে। জনসমাবেশের সমস্ত প্রবেশ গেটে স্যানিটাইজার চ্যানেল রাখতে হবে। যত বাস, গাড়ি জেলা ও শহরতলি থেকে তৃণমূল সমর্থকদের নিয়ে আসবে, প্রতিটি আগে থেকে স্যানিটাইজ করতে হবে। যাঁরা দূর থেকে এক দু’দিন আগে শহরে চলে আসবেন, তাঁদের থাকার জায়গা স্যানিটাইজ করা, সম্ভব হলে জেলাভিত্তিক পার্টি অফিস থেকে ভ্যাকসিন ও বুস্টার ডোজের বিষয়টি সুনিশ্চিত করা উচিত।