বাইরন বিশ্বাসের বিধায়ক পদ খারিজ করতে চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। সোমবার সকালে প্রধান বিচারপতির বেঞ্চে এই সংক্রান্ত একটি মামলা করার অনুমতি চাওয়া হয়। বেঞ্চ সেই মামলার অনুমতি দিয়েছে।
মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে ভোটে জয়ী হয়েছিলেন বাইরন বিশ্বাস। কিন্তু তিন-মাস কাটতে না কাটতেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার সভায় পৌঁছে তৃণমূলে যোগ দেন। যদিও, বাইরন কংগ্রেসের একমাত্র বিধায়ক। তাই বিধানসভায় তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করা সম্ভব হয়নি। তবে তাঁর বিধায়ক পদের বৈধতা নিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।
হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চে ওই মামলার জন্য আর্জি জানান। ওই বেঞ্চ মামলা করার অনুমতি দিয়েছে। আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে।