বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল হুগলির এক পিচ কিউরেটরের। তাঁর নাম অর্পন পাল। মানকু্ডু স্পোর্টিং ক্লাবে পিচ কিউরেটরের কাজ করতেন তিনি। প্রায় ১০ বছর ধরে ওই কাজ করতেন অর্পন।
কীভাবে দুর্ঘটনা ঘটে?
জানা গিয়েছে বিগত দুদিনের বৃষ্টিতে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পিচে জল জমেছিল। পাম্প চালিয়ে জল বের করার পাশাপাশি পিচের রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছিলেন অর্পন। সেসময়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর।
পুরো বিষয়টি দেখে অতি দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে মৃতের পরিবার ও পাড়ার লোকজন ক্লাব কর্তৃপক্ষের কাছে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে।
এদিকে এই ঘটনার পর ওই এলাকায় প্রচুর ভিড় জমে যায়। মৃত যুবককে শ্রদ্ধা জানাতেও অনেকে গিয়েছিলেন।