কোনওরকম চুক্তিপত্র ছাড়াই ৪০ লক্ষ টাকা নেওয়া ঠিক হয়নি। নির্দিষ্ট কাজের জন্য ওই ভারী অঙ্কের টাকা নেওয়ার আগে তা খাতায়-কলমে লিখে রাখা উচিত ছিল। মঙ্গলবার একথা জানালেন টলিউড স্টার বনির মা পিয়া সেনগুপ্ত। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের সঙ্গে টাকা লেনদেনের আগে চুক্তিপত্র না করা তাঁদের তরফে বড় ভুল, স্বীকার করে নেন পিয়া। তিনি জানান, কুন্তলের টাকার উৎস সম্পর্কে বিন্দুমাত্র ধারণা থাকলে তাঁরা ওই টাকা ছুঁয়েও দেখতেন না বলেও জানান বনি মা।
শুক্রবারের পর ফের মঙ্গলবার ইডি দফতরে তলব করা হয় অভিনেতা বনি সেনগুপ্তকে। টানা আড়াই ঘন্টার জিজ্ঞাসাবাদ পর্ব শেষে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসেন বনি। ঠিক আড়াই ঘণ্টা পর দুপুর আড়াইটে নাগাদ সেখান থেকে বেরিয়ে যান অভিনেতা। ইডি (Bonny Sengupta leaves ED Office) দফতর থেকে বেরোনোর সময়, তিনি জানিয়েছেন, তাঁর কাছে যা নথি চাওয়া হয়েছিল, তিনি সব জমা দিয়েছেন।
আরও পড়ুন- Partha Chatterjee-Arpita Mukherjee: ইশারায় বার্তা বিনিময়, চোখে চোখে কথা হল পার্থ-অর্পিতার