নাম না করে পাকিস্তানকে সন্ত্রাসের ঘাঁটি বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। এছাড়াও ওই বৈঠকে ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
ওই বৈঠকটি সভাপতিত্ব করেন নরেন্দ্র মোদী। সেখানে একাধিক দেশের রাষ্ট্রনেতারা অংশগ্রহণ করেন। এদিকে প্রধানমন্ত্রীর ওই মন্তব্যের পর রীতিমতো চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
ওই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘ আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা করার পথে সবচেয়ে বড় সমস্যা হল সন্ত্রাসবাদ। তার বিরুদ্ধে লড়তে হবে আমাদের ।’’ এর পরেই পাকিস্তানের নাম না-করে তাঁর মন্তব্য, ‘‘কিছু দেশের নীতি হচ্ছে সীমান্ত পারের সন্ত্রাসকে মদত দেওয়া। তাদের নিন্দা করার উচিত।’’