স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda)১৫৯ তম জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। টুইট করে তিনি স্বামীজির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়েছেন বিবেকানন্দকে।
মাত্র ২০ রানে ৭ উইকেট নিয়েছিলেন বিবেকানন্দ! জানুন সেই ম্যাচের কথা
জাতীয় যুব দিবসে টুইট করেন প্রধানমন্ত্রী লেখেন, ‘‘মহান স্বামী বিবেকানন্দকে তাঁর জয়ন্তীতে শ্রদ্ধা জানাই। জাতীয় জাগরণের প্রতি তিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বহু তরুণকে তিনি অনুপ্রাণিত করেছেন দেশ গড়ার কাজে। তিনি আমাদের দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, আসুন আমরা একসঙ্গে তা সত্যি করে তুলতে চেষ্টা করি।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে শ্রদ্ধা জানিয়েছেন স্বামী বিবেকানন্দকে। তাঁর পোস্টে তিনি তুলে ধরেছেন স্বামীজির বাণী— ‘‘তুমি আপনাকে মহান বলিয়া উপলব্ধি করো, তুমি মহান হইবে।… আমাদের প্রত্যেকের ভিতরে সেই মহিমময় আত্মা রহিয়াছেন। আত্মায় বিশ্বাসী হইতে হইবে। নচিকেতার মতো বিশ্বাসী হও।’’