লক্ষ্য লোকসভা নির্বাচন। হাতে মাত্র একটা বছর। সূত্রের খবর, ২০২৩ সালে রাজ্যে ১৪টি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আসবেন বিজেপির শীর্ষ নেতারাও। কার ভাগে কটি কেন্দ্রর জনসভা হবে, তা নিয়ে বৈঠকও হয়েছে শীর্ষ নেতাদের। শুধু প্রধানমন্ত্রী নয়, আসবেন অমিত শাহ (Amit Shah), রাজনাথ সিং, জেপি নাড্ডারাও (JP Nadda)।
এখনও পর্যন্ত যা ঠিক আছে, আগামী ৭ জানুয়ারি, রাজ্যে জনসভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ২০২৩ সালে ১২টি জনসভা করার কথা তাঁর। অমিত শাহও গোটা বছরে মোট ১২টি জনসভা করবেন। দিল্লি থেকে বঙ্গ বিজেপিকে জানানো হয়েছে, লোকসভার আগে জনসভা করবেন প্রধানমন্ত্রী। দুটি বা তিনটি লোকসভাকে নিয়ে একটি করে জনসভা করবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: বিধানসভার আগে ত্রিপুরায় বিজেপির রথযাত্রা, দলের হাল ধরতে নামছেন অমিত শাহ
বিধানসভা নির্বাচনের ফল নিয়ে অস্বস্তিতে গেরুয়া শিবির। বিধানসভা নির্বাচনের আগেও নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডাদের এমন সভা করতে দেখা গিয়েছিল। এবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচনও আছে। ২০১৯-এর মতোই ছক তৈরি করছে বিজেপির সদর দফতর।