বিসর্জনের সময় জলপাইগুড়ির (Jalpaiguri) মাল নদীতে ঘটে যাওয়া বিপর্যয়ের ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । পাশাপাশি, এই ঘটনায় তিনি ক্ষুব্ধ বলে জানিয়েছেন ।
PMO-র পক্ষ থেকে টুইট বার্তায় লেখা হয়েছে, জলপাইগুড়িতে দুর্গাপুজোর উৎসব চলাকালীন যে মর্মান্তিক (Jalpaiguri Death during Immersion) দুর্ঘটনা ঘটেছে, তাতে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ । ঘটনায় মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি । ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। মুখ্যসচিব এবং জলপাইগুড়ির জেলাশাসককে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি ।
আরও পড়ুন, Murshidabad News : প্রতিমা বিসর্জনে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মুর্শিদাবাদে নৌকা থেকে পড়ে মৃত ১
বুধবার রাতে জলপাইগুড়ির মালবাজার এলাকায় মাল নদীতে বিসর্জন চলছিল । সেই সময় আকস্মিক হড়পা বানে ভেসে যান অনেকে । ঘটনায় এখনও পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে । নিখোঁজ অনেকে । মৃতদের মধ্যে এক নাবালিকা, এক শিশু ও ৭২ বছরের এক বৃদ্ধ রয়েছেন । প্রশাসনের তরফে মৃত ব্যক্তিদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে রয়েছেন তপন অধিকারী (৭২), ঊর্মি সাহা (১৩), রুমুর সাহা (৪২), আনস পণ্ডিত (৮), বিভা দেবী (২৮), শুভাশিস রাহা (৬৩), শোভনদ্বীপ অধিকারী (২০) এবং সুস্মিতা পোদ্দার (২২)।
এদিকে, এই ঘটনার দায় কার, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । এই পাহাড়ি নদীতে হড়পা বানে বড় বড় ট্রাক ভেসে যাওয়ার ঘটনা প্রায়শই ঘটে ৷ তাছাড়া, এবার বৃষ্টি হওয়া নিয়ে আবহাওয়া দফতরের আগাম সতর্কতা ছিল । পাহাড়ে বৃষ্টি হলে এই নদীতে আচমকা জলস্তর বৃদ্ধি পায় । তা সত্ত্বেও নদীতে নেমে এভাবে বিসর্জনের আয়োজন কেন ? সেই নিয়ে প্রশ্ন উঠছে । এমনকী,বিসর্জনের সময় ঘটনাস্থলে উদ্ধারকারী দল ছিল না বলেও অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা ।