বছরের শেষে অর্থাৎ ৩০ শে ডিসেম্বর জাতীয় গঙ্গা পরিষদের সভা রয়েছে কলকাতায়। শহরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কী কী রয়েছে প্রধানমন্ত্রীর কলকাতার (Kolkata) সফরসূচীতে?
৩০ ডিসেম্বর সকাল ১০টায় কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল ১০.১৫ বিমানবন্দর থেকে হেলিকপ্টারে আরসিটিসি (RCTC) হ্যালিপ্যাডে উদ্দেশ্যে রওনা দেবেন।
সকাল ১০.৩০ হেলিপ্যাড থেকে গাড়িতে হাওড়া (Howrah) স্টেশনে পৌঁছবেন প্রধানমন্ত্রী। বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন-সহ একাধিক রেল প্রকল্প উদ্বোধন করবেন তিনি।
আরও পড়ুন- বছর শেষেই রাজ্যে চালু হচ্ছে বন্দে ভারত, ট্রেনের ভাড়া কত,সুবিধা কী কী, জেনে নিন
এরপর ১১.১০ মিনিট নাগাদ আইএনএস সুভাষ নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জানাবেন প্রধানমন্ত্রী। সকাল ১১.১৫ নাগাদ নবমি গঙ্গা ঘুরে দেখবেন তিনি।
বেলা ১১:৩৫ নাগাদ ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন। বৈঠকের পর দুপুর ১.১০ থেকে ১.৫৫ পর্যন্ত সময় রাখা রয়েছে প্রধানমন্ত্রী মধ্যাহ্নভোজের। এরপর আইএনএস সুভাষ থেকে গাড়িতে আইআরসিটিসি হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দেবেন।
দুপুর ২টো নাগাদ কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন ওই হেলিপ্যাড থেকে। বিমানবন্দরে পৌঁছে দুপুর ২.১৫ মিনিটে বিমানে কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।