রাজ্যসভায় নাম না করে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চোপড়ায় প্রকাশ্য রাস্তায় মারধর এবং সন্দেশখালিতে নারী নির্যাতনের প্রসঙ্গ উঠে আসে তাঁর বক্তৃতায়।
রাজ্যে মহিলা নির্যাতন প্রসঙ্গে প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের অভিযোগ উঠলেও প্রগতিবাদী নেত্রী এখনও চুপ করে রয়েছেন কেন। তিনি বলেন, "আমি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো দেখেছি। সেখানে এক মহিলাকে মারা হচ্ছে। আশপাশে অনেকে থাকলেও কেউ বাঁচাতে যাননি। বদলে সেই ঘটনার ছবি তুলেছেন অনেকে। সন্দেশখালিতে কী হয়েছে গোটা দেশবাসী জানে। এত কিছু হলেও প্রগতিবাদী নেত্রী চুপ করে রয়েছেন কেন?"
শুধু তৃণমূল কংগ্রেস নয়, কংগ্রেসকেও কটাক্ষ করতে ছাড়েননি প্রধানমন্ত্রী। রাহুল গান্ধির নাম না করে তিনি প্রশ্ন তোলেন, ওঁর কেন এত আনন্দ বুঝতে পারছি না। ওরা ১০০ পার করতে পারেনি, নাকি পরপর তিনবার হেরেছে সেকারণে এত খুশি? যদিও নাম করেই তোপ দেগেছেন মল্লিকার্জুন খড়গেকে। তাঁর স্পষ্ট বক্তব্য, তিনি দীর্ঘদিন ধরেই দলের সেবা করেছেন। সেকারণে অন্য লোকের যে ধাক্কা খাওয়ার কথা ছিল সেটা ওনাকে সহ্য করতে হচ্ছে।