লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই বাংলায় পাঁচটি জনসভা করেছেন। নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গ সূত্রে খবর, লোকসভা নির্বাচনের মূল পর্বে বাংলায় ১৪দিন আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৪ দিনে ১৪টি জনসভা ও রোড শো করবেন প্রধানমন্ত্রী। দক্ষিণ কলকাতায় রোড শো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে সবথেকে বেশি আসনে জয়ী হয় বিজেপি। দার্জিলিং, মালদহ, কোচবিহার-সহ ৭টি আসনে জিতেছিল গেরুয়া শিবির। এবারও প্রথম তিন দফায় উত্তরে চার থেকে পাঁচটি সভা করবেন প্রধানমন্ত্রী। অধীর চৌধুরীর গড় বহরমপুরেও সভা করতে পারেন নরেন্দ্র মোদী।
শেষ দফায় কলকাতা ও দুই ২৪ পরগনায় ভোট। সূত্রের খবর, এই শেষ দফায় ব্যারাকপুর, দমদম, বারাসত, বনগাঁ, উত্তর কলকাতা আসনে জোর দিচ্ছে বিজেপি। উত্তর কলকাতার প্রার্থী তাপস রায়ের জন্য ১০ কিলোমিটার রোড শো করতে পারেন প্রধানমন্ত্রী। তবে মনে করা হচ্ছে, দক্ষিণ কলকাতা বা দক্ষিণ ২৪ পরগনায় প্রধানমন্ত্রীর কোনও জনসভা থাকবে না। দক্ষিণ কলকাতা বা যাদবপুরের জন্য রোড শো করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাজরা মোড় থেকে রোড শো করতে পারেন তিনি।