রাজ্য বিজেপি (BJP) নেতাদের প্রতি 'বিক্ষুব্ধ' বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের আমন্ত্রণে সাড়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আগামী ২৯ মার্চ ঠাকুরনগরে মতুয়াদের মেলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, ভার্চুয়ালি শ্রদ্ধা জানাবেন হরিচাঁদ ঠাকুরকে। প্রধানমন্ত্রীর দফতর (PMO) থেকে তাঁকে এ-কথা জানানো হয়েছে বলে দাবি করেছেন বনগাঁর বিজেপি সাংসদ।
শান্তনু ঠাকুরের মতুয়া মহাসংঘের উদ্যোগে প্রতি বছরই মতুয়াদের বিরাট মেলা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমান হাজার হাজার মতুয়া। এই বছর প্রধানমন্ত্রী ভার্চুয়ালি ভাষণ দিলে তা অন্য মাত্রা পাবে।
আরও পড়ুন: Kolkata Metro: করোনার ছায়া কাটিয়ে সোমবার থেকে আরও বাড়ছে মেট্রোর সংখ্যা
বিধানসভা নির্বাচনে পরাজিত হকেও মতুয়া অধ্যুষিত এলাকায় ভালো ফল করেছিল বিজেপি। তারপর থেকে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বিবাদ শুরু হয় শান্তনুর। সেই আবহে তাঁর মেলায় ভাষণ দিতে প্রধানমন্ত্রীর সম্মতিদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।