মতুয়া (Matua) ধর্ম মহামেলা এবং পুণ্যস্নান উপলক্ষে আজ, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) মতুয়াদের উদ্দেশে ভার্চুয়াল পদ্ধতিতে ভাষণ দেবেন। তার আগে সোমবার তিনি টুইট করেছেন, 'মহান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজি সামাজিক ন্যায় ও জনকল্যামে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। আমরা তাঁর জন্মজয়ন্তীও উদ্যাপন করব।'
হরিচাঁদ ঠাকুরের ২১১তম জন্মতিথি উপলক্ষে বনগাঁর ঠাকুরবাড়িতে এই বারুণী মেলা হবে। মেলা উপলক্ষে লক্ষাধিক ভক্ত আসতে পারেন বলে মনে করা হচ্ছে। সেই ভক্তদের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২৯ মার্চ থেকে ৫ এপ্রিল চলবে এই মেলা। তার আগে এই মেলার সাফল্য কামনা করে এই বার্তা পাঠান প্রধানমন্ত্রী মোদী। তিনি বার্তায় লেখেন, এই মেলা এবং হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি যাতে সফল ভাবে পালিত হয়, সেই শুভকামনা করছি।
আরও পড়ুন: PM : বুধবার প্রধানমন্ত্রীর বাংলার বিজেপি সাংসদদের ডাকলেন প্রধানমন্ত্রী, উঠতে পারে বগটুই প্রসঙ্গ
প্রধানমন্ত্রীর বক্তৃতা শোনানোর জন্য অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur) মতুয়া ঠাকুরবাড়িতে ১৫ টি জায়ান্ট স্ক্রিন বসাচ্ছেন।