বন্দে ভারত এক্সপ্রেসের(Vande Bharat Express Inauguration) শুভ উদ্বোধন ঘিরে সেজে উঠেছে হাওড়া স্টেশন(Howrah Station) চত্বর। লাল কার্পেটে মুড়ে ফেলা হয়েছে ২২ নম্বর প্ল্যাটফর্ম। প্রাথমিকভাবে হাওড়া এসে এই ট্রেনের উদ্বোধনের কথা থাকলেও মায়ের মৃত্যুতে বঙ্গ সফর বাতিল করেন প্রধানমন্ত্রী। শুক্রবার ভার্চুয়ালি এই বিশেষ ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী(PM Narendra Modi)।
রাজ্যের সর্বোচ্চ গতির এই ট্রেন এবার হাওড়া থেকে যাবে নিউ জলপাইগুড়ি স্টেশন(New Jalpaiguri Station)। শুক্রবার হাওড়া থেকে মোট ১৭ টি স্টেশন পেরিয়ে বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি(Howrah-NJP Vande Bharat Express) স্টেশনে পৌঁছাবে রাত ৯টা ২০ মিনিটে। বন্দে ভারতের সূচনা পর্বকে স্মরণীয় করে রাখতে প্রতিটি স্টেশনেই বিশেষ ব্যবস্থা রাখছে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি রাজ্য বিজেপির(BJP West Bengal) তরফ থেকেও প্রতিটি স্টেশনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও খবর।
আরও পড়ুন- Narendra Modi Not Coming Kolkataঃ প্রধানমন্ত্রীর কলকাতা সফর বাতিল, ভার্চুয়াল উপস্থিতির সম্ভাবনা
'বন্দে-ভারত' ট্রেনের উদ্বোধন হলে বাঙালির প্রিয় ডেস্টিনেশন দার্জিলিং-কার্শিয়াং-কালিম্পংয়ে(Darjeeling-Kalimpong-Kursheong) যাওয়ার সময় অনেকটাই কমে যাবে। রেলের তরফে খবর, সপ্তাহের ছয়দিন চলবে এই বিশেষ ট্রেন। ফলে লাভবান হবেন রাজ্যের অসংখ্য যাত্রী। এমনকি, এবার থেকে এই ট্রেনে 'লাল মাটির দেশ' শান্তিনিকেতনেও(Santiniketan) ঘুরে আসা যাবে।