মিড-ডে মিলে নববর্ষের ভুরিভোজ। শিক্ষা দফতরের নির্দেশে পয়লা বৈশাখের পরের দিন পড়ুয়াদের পাতে পড়ল ফ্রায়েড রাইস, মুরগির মাংস, পনির, আলুরদম পায়েস এবং মিষ্টি। আর তা রীতিমতো চেটেপুটে খেল কচিকাঁচার দল।
রবিবার 'রাজ্য দিবস' পালন করা হয়েছে। কিন্তু রবিবার স্কুল বন্ধ থাকায় সোমবার পড়ুয়াদের জন্য এই বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। রাজ্যের বিভিন্ন জেলার একাধিক স্কুলে পাত পেড়ে খেল ছোটরা।
মিড-ডে মিলের মেনুতে কোথাও রয়েছে মাংস–ভাত। কোথাও পোলাও–আলুর দম এছাড়াও কোনও কোনও স্কুলে ফ্রায়েড রাইস–ডিমের কষা। আর শেষ পাতে পায়েস অথবা মিষ্টি।