গ্রামবাসীদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ। নদিয়ার ধানতলায় অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। মৃতের নাম আকাশ রায়। ঘটনায় গুরুতর জখম অবস্থায় দু জনকে রানাঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে এলাকায় এক গরুচোরকে ধরে ফেলেন গ্রামবাসীরা। এরপর ধানতলা থানার পুলিশ ওই অভিযুক্তকে হেফাজতে নিতে গেলে গ্রামবাসীদের রোষের মুখে পড়ে বলেই দাবি। অভিযোগ, এরপরেই গাড়ির সামনে থাকা তিন গ্রামবাসীদের উপর দিয়ে তা চালিয়ে দেয় পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই কুলগাছি এলাকায় পরপর গরুচুরির ঘটনা ঘটছিল। এই নিয়ে সালিশিও বসেছিল। তাতে পাশের গ্রামের এক ব্যক্তিকে ডাকা হয়েছিল। ওই ব্যক্তি স্বীকারও করেছিলেন তাঁর ছেলেই গরু চুরির মূল পান্ডা। এরপর খবর গিয়েছিল ধানতলা থানায়। পুলিশ আসে। এবং অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করে। গ্রামবাসীদের দাবি, মূল অভিযুক্তকে গ্রেফতার করতে হবে।
এই পরিস্থিতি থেকেই ঘটনাস্থলে উত্তেজনা ছড়ায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দোষীদের শাস্তি দেওয়া হবে। পুলিশের গাড়িতে মৃত্যুর প্রমাণ হলে আইন আইনের পথে চলবে বলেই দাবি জেলার পুলিশ কর্তাদের।