লোকসভা ভোট মিটতেই পুরনো পদে ফেরানো হল চার অফিসারকে । ভোট চলাকালীন বদলি করা হয়েছিল সন্দেশখালি, দার্জিলিং, কাঁথি-সহ একাধিক জায়গার বেশ কিছু অফিসারকে । তবে, ভোট শেষ হতেই আবারও রাজ্য পুলিশে হল রদবদল । সন্দেশখালিতে যেমন ফিরিয়ে আনা হয়েছে আমিনুল ইসলাম খানকে, তেমনই কাঁথির এসডিপিও পদে ফিরেছেন দিবাকর দাসও ।
সন্দেশখালি ইস্যুতে সেখানকার এসডিপিও আমিনুল ইসলাম খানের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী । তৃণমূলের হয়ে তিনি কাজ করছেন বলে অভিযোগ ওঠে । এরপরই ভোটের সময় তাঁকে বদলি করে দেওয়া হয় । গোয়েন্দা বিভাগের যুগ্ম সহকারী ডিরেক্টর করা হয় আমিনুলকে । তাঁর জায়গায় পাঠানো হয় হাওড়া গ্রামীণের ডিএসপি অমিতাভ রায়কে ।
অন্যদিকে, কাঁথির এসডিপিও দিবাকরকেও বদলি করে দেওয়া হয়েছিল । তাঁর জায়গায় আসেন দার্জিলিঙের ডিএসপি আজহারউদ্দিন খান। ভোট মেটার পর দু'জনেই আবার পুরনো পদে ফিরেছেন । এছাড়া, হাওড়া গ্রামীণের ডিএসপি পদে ফিরেছেন অমিতাভ কোনার-ও ।