বাম যুবদের উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার শিলিগুড়িতে। ডিওয়াইএফআই কর্মীদের অভিযোগ, বিনা প্ররোচনায় পুলিশ লাঠিচার্জ করে। পুলিশের লাঠির আঘাতে আহত হন বেশ কয়েকজন যুবকর্মী। জনতাকে ছত্রভঙ্গ করতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। মীনাক্ষী মুখোপাধ্যায়, ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্ত, বিকাশ ঝা সহ একাধিক নেতৃত্বকে গ্রেফতার করে আনা হয় শিলিগুড়ি থানায়। অভিযোগ, পুলিশের মারে গুরুতর জখম হন একাধিক মহিলা কর্মীও। তবে পুলিশের অভিযোগ, তাঁদের লক্ষ করে পাথর ছোড়ে ডিওয়াইএফআই কর্মীরা।
জানা গিয়েছে, সংগঠনের পতাকা, ব্যানার নিয়ে মিছিলে শামিল হন বাম যুবকর্মীরা। মিছিল তিনবাত্তি মোড়ে এলে আটকে দেয় পুলিশ। সেখান থেকেই বচসা হাতাহাতির পর শুরু হয় সংঘর্ষ। থানায় নিয়ে এসেও তাঁদের একপ্রস্থ হেনস্থা করা হয় বলে জানান রাজ্য কমিটির সদস্য কলতান দাশগুপ্ত। জল পর্যন্ত খেতে না দেওয়ার অভিযোগও তুলেছেন কেউ কেউ।
আরও পড়ুন- TRP List: শীর্ষে অনুরাগের ছোঁয়া, ধুঁকছে নতুন ধারাবাহিক 'মুকুট' , এক ঝলকে রইল এই সপ্তাহের TRP তালিকা
রাজ্যব্যাপী নিয়োগ দুর্নীতির প্রতিবাদ ও স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবিতে এই অভিযানের ডাক দেয় বাম যুব সংগঠন। আর সেই শান্তিপূর্ণ কর্মসূচি ঘিরেই রণক্ষেত্রের আকার নেয় শিলিগুড়ি। দার্জিলিং, জলপাইগুড়ি-সহ বিভিন্ন জেলা থেকে আসা কর্মীরা জমায়েত করেন মোহনবাগান অ্যাভিনিউয়ে।