পানিহাটির (Panihati) সদ্যজয়ী তৃণমূল কাউন্সিলর (TMC Councillor) অনুপম দত্তকে খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম অমিত পণ্ডিত। সোমবার ধৃতকে ব্যারাকপুর আদালতে (Barrackpur Court) তোলা হবে। আদালতে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হবে তাঁকে।
পুলিশ সূত্রে খবর ধৃত অমিত পণ্ডিত ভাড়াটে খুনি। নদীয়ার (Nadia) হরিণঘাটার বাসিন্দা সে। রবিবার রাতে কাউন্সিলর খুনের ঘটনার পর আগরপাড়াতেই লুকিয়ে ছিল সে। সিসি ক্যামেরার (CCTV Footage) সূত্র ধরেই এক রাতের মধ্যেই আততায়ীকে গ্রেফতার করে পুলিশ। তাঁর কাছ থেকে জেরা করে জানা যাবে, কার নির্দেশে এই খুন। কার নির্দেশে তৃণমূল কাউন্সিলরকে খুন, তা নিয়েও তদন্ত করবে পুলিশ।
আরও পড়ুন: পরিকল্পিত ভাবেই খুন অনুপম, পানিহাটি-কাণ্ডে অভিযোগ তৃণমূলের, তদন্তে পুলিশ
রবিবার রাতের দিকে আগড়পাড়ায় একটি বাজারে ওষুধ কিনতে গিয়েছিলেন কাউন্সিলর অনুপম দত্ত। সেখানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করে এক দুষ্কৃতী। স্কুটার থেকে ছিটকে পড়ে যান তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়।