কয়লা মাফিয়া রাজু ঝা খুনে ১৯ দিনের মাথায় প্রথম সাফল্য পুলিশের। পানাগড় থেকে গ্রেফতার এক ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম অভিজিৎ মণ্ডল। খুনের ঘটনায় এই ব্যক্তি কী ভাবে যুক্ত, তা স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি পশ্চিম বর্ধমানের বাসিন্দা।
রাজু ঝা খুনের ঘটনায় ১২ সদস্যের সিট গঠন করা হয়। তদন্তকারীরা প্রতিবেশী রাজ্য বিহার ও ঝাড়খণ্ডে গিয়েও তল্লাশি চালান। খুনের নেপথ্যে উত্তরপ্রদেশের মাফিয়া যোগের সন্দেহ করেন তদন্তকারীরা। এতদিন পর পানাগড় থেকেই গ্রেফতার এক ব্যক্তি। কিন্তু এই ব্যক্তির সঙ্গে খুনের কী সম্পর্ক, তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: গরমে কম্বল বিতরণ বিধায়কের? বিমলেন্দু সিংহ রায়ের কাণ্ডে বিস্মিত করিমপুরবাসী
উল্লেখ্য, গত ১ এপ্রিল বর্ধমানের শক্তিগড়ে গুলি করে খুন করা হয় কয়লামাফিয়া রাজু ঝাকে। অভিযোগ, ল্যাংচা হাবের সামনে গুলি করা হয় তাকে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তিনজন শুটারকে চিহ্নিত করেন তদন্তকারীরা।