এক একজনকে পাঁচ হাজার। স্ত্রীর হাত কাটতে দুই দুষ্কৃতীর সঙ্গে মোট দশ হাজার টাকায় রফা করেছিল শরিফুল(Ketugram Crime News)। কাজ মিটতে সেই টাকাও দিয়ে দিয়েছিল। এমনটাই জানিয়েছে ধৃত হাবিব শেখ ও আশরাফ আলি শেখ।
অভিযোগ, সরকারি চাকরি পাওয়ার আক্রোশে সোমবার ভোর রাতে ঘুমের মধ্যে দুই ভাড়াটে গুন্ডা নিয়ে তার উপর চড়াও হয় রেণুর(Renu Khatun News Update) স্বামী শের মহম্মদ ওরফে শরিফুল। গাছ কাটার কাঁচি দিয়ে রেণুর ডানহাত কেটে নেয়। তারপর থেকেই বেপাত্তা হয়ে যায় শরিফুল। ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার শরিফুলের বাবা সিরাজ সেখ ও মা মেহেরনিকা বিবিকে গ্রেফতার করে পুলিশ। ওই রাতেই বর্ধমান-মুর্শিদাবাদ(East Burdwan Crime News) সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয় শরিফুলকে। তাকে জেরা করেই পুলিশ নিশ্চিত হয়, কাজ হাসিল করতে সুপারি দিয়েছিল শরিফুল। তারপরেই খোঁজ শুরু হয় মুর্শিদাবাদের বাসিন্দা দুই দুষ্কৃতী হাবিব শেখ ও আশরাফ আলি শেখের।
বৃহস্পতিবার গভীর রাতে মুর্শিদাবাদের তালগ্রামে হানা দেয় পুলিশ। পুলিশ বাড়ি ঘিরে ফেলেছে টের পেয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করে তারা। কিন্তু শেষরক্ষা হয়নি। পুলিশ জানিয়েছে, কেরলে(Kerala) পালানোর ছক করেছিল অভিযুক্তরা। ট্রেনের টিকিটও কেটে ফেলেছিল। সেই টিকিট উদ্ধার করেছে পুলিশ। এর আগেও অপরাধ করে তারা কেরলে গা ঢাকা দিয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। সেখানে নির্মাণ শ্রমিকের কাজ করত তারা। বৃহস্পতিবার ধৃত হাবিব ও আশরাফকে কাটোয়া আদালতে(Katwa District Court) পেশ করে পুলিশ।