জলপাইগুড়ির সেবক রোডে রামকৃষ্ণ মিশন আশ্রম ভবনে হামলার অভিযোগে গ্রেফতার পাঁচ । মঙ্গলবারই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ । বুধবার সকালে পুলিশের জালে আরও তিন অভিযুক্ত । যদিও, এই ঘটনায় এখনও পর্যন্ত ফেরার মূল অভিযুক্ত প্রদীপ রায় । ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁর খোঁজ পায়নি পুলিশ।
গত শনিবার সেবক রোডের দ্বিতল ভবন 'সেবক হাউসে' হামলা চালায় ১০-১২ জন দুষ্কৃতী। অভিযোগ, সালুগারার বাসিন্দা প্রদীপ রায়ের প্ররোচনায় আচমকা আশ্রমের ভিতরে ঢুকে পড়ে তারা বলে অভিযোগ। এ নিয়ে ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করে মিশন কর্তৃপক্ষ। তারপরই থানায় গিয়ে খোদ আক্রান্ত মহারাজের নামেই অভিযোগ জানান অভিযুক্ত প্রদীপ পায়। এরপর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁর খোঁজ পায়নি পুলিশ। ঘটনার পর সেবক হাউজ সিল করে দিয়েছে পুলিশ। এ নিয়েও উঠছে প্রশ্ন।
জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমের প্রধান প্রেমানন্দজি মহারাজ জানিয়েছেন, ওই দুষ্কৃতীরা আশ্রমের নিরাপত্তারক্ষী ছাড়াও বেশ কয়েকজন কর্মীকে মারধর করে। তাঁদের আশ্রম ছাড়ার হুমকি দেওয়া হয়। কর্মীদের মোবাইল ফোনও কেড়ে নেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।