কলকাতার ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর চোখে আঘাতের ঘটনার ধরপাকড় শুরু লালবাজারের। গত ২৭ অগাস্ট পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ-এর নবান্ন অভিযানে গিয়ে চোখে ইটের আঘাত পান দেবাশিস। তাঁর বাঁ চোখে দৃষ্টি হারানোর সম্ভাবনাও তৈরি হয়েছিল। ঘটনায় এবার দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন মহিলা।
নবান্ন অভিযানের সময় স্ট্র্যান্ড রোডের কাছে কর্তব্যরত অবস্থায় ছিলেন দেবাশিস। পুলিশের গাড়িতেই ছিলেন তিনি। তাঁদের গাড়ি লক্ষ্য করে আচমকা ইট ছোড়া শুরু হয়। একটি ইট তাঁর চোখে লাগে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এই ঘটনায় ময়দান থানায় অভিযোগও দায়ের করা হয়। তার ভিত্তিতেই বৃহস্পতিবার দুজনকে গ্রেফতার করে পুলিশ।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম রিঙ্কু সিং। তিনি মহেশতলারর বাসিন্দা। এছাড়া সুব্রত সিং নামে আরও এক যুবককেও গ্রেফতার করা হয়েছে। দুজনকেই পুলিশ গত ২ দিন ধরে খুঁজছিল। ওই এলাকার ক্যামেরায় যাঁদের দেখা গিয়েছে, তাঁদের মধ্যে এই দুজন ছিলেন। তাঁদের হামলাকারী হিসেবে চিহ্নিত করে সোশ্যাল মিডিয়াতে ছবিও পোস্ট করে কলকাতা পুলিশ। ওই হামলাকারীদের সন্ধান চাওয়া হয়। ঘটনার দুদিনের মাথায় তাঁদের গ্রেফতার করা হয়। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।