বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে লেকটাউন থেকে গ্রেফতার সৌম্যজিৎ গড়াই নামক এক ব্যক্তি। জানা গিয়েছে, তিনি আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের (RG Kar Medical College) চিকিৎসক। তাঁর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধর্ষণ ও ভয় দেখানোর একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
গত মঙ্গলবার বীরভূমের সিউড়ির বাসিন্দা এক যুবতী লেকটাউন থানায় ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ২০২১ সালে এক আত্মীয়ার চিকিৎসা সূত্রে ওই চিকিৎসকের সঙ্গে তাঁর আলাপ হয়। অভিযোগকারিণী নিজেও আরজি কর হাসপাতালের বিএসসি নার্সিংয়ের ছাত্রী। ওই সময় চিকিৎসকের সঙ্গে ফোন নম্বর আদানপ্রদান হয় যুবতীর। ধীরে ধীরে তৈরি হয় ঘনিষ্ঠ সম্পর্ক।
আরও পড়ুন- West Bengal Weather Update: কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, বাতাসে বাড়বে আর্দ্রতা
এরপর নার্সিংয়ের ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন অভিযুক্ত চিকিৎসক। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লেকটাউন থানার অন্তর্গত পাতিপুকুর এলাকার ভাড়াবাড়িতে যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন ওই চিকিৎসক। যুবতীর অভিযোগের ভিত্তি বুধবার অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে আদালতে পেশ করা হলে বিচারক তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।