ভুয়ো আইপিএসের পর এবার ভুয়ো সিবিআই অফিসার। নদিয়ার তেহট্ট থেকে পুলিশের জালে ধৃত এক যুবক। নাজিরপুর এলাকায় তাঁকে বাইক নিয়ে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় পুলিশের। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে, শামিম রেজা সর্দার নামক ওই যুবক বেকার বলে বিয়েতে বেঁকে বসেন তাঁর প্রেমিকা। তরুণীকে বিয়ে করতে নিজেকে সিবিআই আধিকারিক বলে পরিচয় দেন ওই যুবক। কিন্তু শামিমের কথায় সন্দেহ হয় তরুণীর। তিনিই খবর দেন পুলিশে। কিন্তু প্রেমিকার বদলে পুলিশ এসে হাজির হয় নাজিরপুরে। সোমবার ওই যুবককে আদালতে তোলা হয়। অভিযুক্তের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।