বিজেপির (BJP) বাংলা বন্ধকে ঘিরে সোমবার উত্তেজনা ছড়াল আসানসোলে। আসানসোলের(Asansol) বিভিন্ন এলাকায় বন্ধের সমর্থনে সকাল থেকেই মিছিল করছিলেন বিজেপির কর্মী-সমর্থকেরা। সেখানেই তাঁদের আটক করে বিশাল পুলিশবাহিনী(Police Force)।
সোমবার বাংলা বন্ধ সফল করতে গিয়ে বিভিন্ন জেলায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বন্ধ (Bangla Bandh) সমর্থকরা। মুর্শিদাবাদ, শিলিগুড়িতে (Siliguri) বন্ধ আটকাতে কড়া ব্যবস্থা নেয় প্রশাসন।
আরও পড়ুন- BJP Bangla Bandh: বিজেপির বন্ধে তেমন কোনও প্রভাব পড়ল না বাংলায়, হাওড়ায় স্বাভাবিক যান চলাচল
বহরমপুর (Berhampore) জেলা বিজেপির কার্যালয় থেকে বাংলা বন্ধের সমর্থনে মিছিল বের করে বিজেপির নেতা-কর্মীরা। কাদাই মোড়ে এসে বিভিন্ন দোকান বাজার বন্ধ করতে উদ্যত হলে তাঁদের মিছিল আটকায় পুলিশ। মিছিল থেকে মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee) কুশপুত্তলিকা দাহ করতে গেলে তাও কেড়ে নেয় পুলিশ। তবে কাউকে আটক করা না হলেও পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল।