জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে এক আদিবাসী কিশোরীকে গণধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কাঁকসায়। বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটের সময় পাড়ার এক বান্ধবীর সঙ্গে জঙ্গলে কাঠ কুড়োতে যায় ওই নির্যাতিতা।
অভিযোগ, চার যুবক ওই কিশোরীকে জোর করে তুলে নিয়ে যায়। তার বান্ধবী এসে বাড়িতে খবর দেয়। পরিবারের লোকেরা জঙ্গলে খোঁজ করে। বিকেল ৫টা নাগাদ বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয় ওই কিশোরীকে।
কাঁকসা থানায় বৃহস্পতিবার রাতেই অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে চারজনকেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত চারজনই নির্যাতিতার গ্রামেরই বাসিন্দা। নির্যাতিতা কিশোরী মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।