বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত সিয়ামকে গ্রেফতার নেপাল পুলিশের। তাঁর গ্রেফতারির কথা আগেই জানিয়েছে ঢাকার গোয়েন্দা বিভাগ। এবার কাঠমান্ডু থেকে সিয়ামকে কলকাতায় আনার তোড়জোড় শুরু করল CID।
এখনও খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশ সাংসদ আনোয়ারুলের দেহ। দেহাংশের তল্লাশিতে সাহায্য নেওয়া হয়েছিল ভারতীয় নৌবাহিনীরও। ভাঙড়ের বাগজোলা খালে দেহাংশ ফেলা হয় বলে সন্দেহ সিআইডির। তাই বারবার ওই খালে তল্লাশি অভিযান চালায় রাজ্যের গোয়েন্দারা।
সাংসদ খুনের ঘটনায় ধৃত জিহাদ হাওয়লাদারকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পারেন, দেহাংশ সাতুলিয়া ও কৃষ্ণমাটি এলেকার বাগজোলা খালে ফেলা হয়। কিন্তু এখনও কোনও দেহাংশ পায়নি সিআইডি।