পরীক্ষার আগেই হাতে ঢুকে যাবে প্রশ্নপত্র। টেলিগ্রামে এমনই বার্তা গিয়েছিল বহু পরীক্ষার্থী ও তাঁদের পরিবারের কাছে। পুলিশের কাছে সেই কথোপকথনের স্ক্রিনশট-সহ অভিযোগ জমা পড়তেই এক যুবক গ্রেফতার হয়। পুলিশ সূত্রে খবর বান্ধবীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাহায্য নিয়ে এই প্রতারণা করা হয়েছে।
উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার দুদিন পর, গত ১৮ ফেব্রুয়ারি এই নিয়ে কাউন্সিল প্রধান চিরঞ্জীব ভট্টাচার্য বিধাননগর পুলিশের সাইবার সেলে একটি অভিযোগ জমা করেন। তাঁর অভিযোগ, সমাজমাধ্যমে উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে ছাত্রছাত্রীদের দাবি জানানো হয়েছে। পুলিশ খতিয়ে দেখে তদন্ত নামে। গ্রেফতার করা হয় মূল চক্রীকে।
আরও পড়ুন: নির্বাচনের দিন ঘোষণার আগেই রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী
পুলিশ জানিয়েছেন, প্রীতি শর্মা নামে এই বিজ্ঞাপন ছড়িয়ে পড়ে। তাঁর সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পারেন, তাঁর থেকে জোর করেই এটিএম কার্ড নিয়ে যান তাঁর বন্ধু রূপম সাধুখাঁ। এরপরই তাঁর অ্যাকাউন্টে লেনদেন শুরু হয়েছে। তাঁর তথ্যের উপর ভিত্তি করেই নদিয়ার গরিবপুর মাঝের গ্রামের বাসিন্দা রূপমের বাড়িতে অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয় তাঁকে।