পুরুলিয়ার (Purulia) ঝালদায় (Jhalda) এক কংগ্রেস (Congress) কাউন্সিলরকে হত্যার ঘটনায় একজনকে আটক করল পুলিশ।
নিহত কংগ্রেস কাউন্সিলার তপন কান্দুর দাদা নরেন কান্দুকে আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে ঝালদা থানার পুলিশ।
রবিবার গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ঝালদার চারবারের কংগ্রেস কাউন্সিলরের। দলের বৈঠক সেরে ফিরে আসার পরই দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন ওই কংগ্রেস নেতা। নিহত তপন কান্দু, সদ্য সমাপ্ত পুরভোটে ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন।
আরও পড়ুন: Panihati Murder: পানিহাটির কাউন্সিলর খুনের তদন্তে সাফল্য পুলিশের, রাতারাতি গ্রেফতার মূল অভিযুক্ত
নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুও কংগ্রেসের হয়ে জেতেন ১২ নম্বর ওয়ার্ডে।
পুরভোটে ১২ ওয়ার্ডের মধ্যে ৫টি করে ওয়ার্ডে জেতে কংগ্রেস ও তৃণমূল। ২ আসন পায় নির্দল। ত্রিশঙ্কু পুরসভায় এক জয়ী নির্দল প্রার্থীর সমর্থন পেয়েছে তৃণমূল।এই পরিস্থিতিতে কংগ্রেস কাউন্সিলরকে খুনের ঘটনায় তোলপাড় পড়েছে ঝালদায়।