তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার(TMC MLA Tapas Saha) আপ্তসহায়ক সহ গ্রেফতার তিন। সরকারি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে ওই তিন জনকে গ্রেফতার করেছে রাজ্যের দুর্নীতিদমন শাখা।
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি(Raidighi) থেকে বিধায়কের আপ্তসহায়ক প্রবীর কয়াল এবং তাঁর দুই সঙ্গী শ্যামল কয়াল এবং সুনীল মণ্ডলকে গ্রেফতার করেছে দুর্নীতিদমন শাখা। ধৃতদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার(Fraud) অভিযোগ ছিল। সেই অভিযোগ ওঠার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন ওই তিনজন। শুক্রবার রাতে রায়দিঘিতে তল্লাশি চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। যদিও বর্তমানে আপ্তসহায়কের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলেই দাবি তেহট্টের বিধায়কের।
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) দফতরে তিনটি চিঠি পাঠান নদিয়ার বেশকিছু বাসিন্দা। তিনটি চিঠিতেই ‘বিষয়’ হিসাবে লেখা হয়েছে, ‘বিধায়ক তাপস সাহার হাত হইতে আমাদেরকে বাঁচান’। পলাশিপাড়া(Palashi Para) থেকে যে চিঠি গিয়েছে, সেখানে লেখা হয়েছে, ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত পলাশিপাড়ার বিধায়ক থাকাকালীন চাকরি দেওয়ার নাম করে তাপস ৫০ লক্ষ টাকা নিয়েছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বঈকার করেন ওই বিধায়ক।