বগটুই(Bagtui Genocide) কাণ্ডে নয়া মোড়। নিহত উপপ্রধান ভাদু শেখের(Vadu Sekh) শ্যালক রাজেশ শেখ সহ আরও বেশ কয়েকজনকে আটক করল পুলিশ(Police)। ইতিমধ্যেই রাজেশকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বগটুই হত্যাকাণ্ডে(Rampurhat Genocide) প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে আটক ভাদুর শ্যালক।
বৃহস্পতিবার গ্রেফতার করা হয় স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি আনারুল হোসেনকে(Anarul Hossain)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) নির্দেশ পেতেই নড়েচড়ে বসে পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় আনারুলকে। তারাপীঠ(Tarapith) থেকে গ্রেফতার করা হয় এই ব্লক তৃণমূল সভাপতিকে। শুক্রবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় আনারুল হোসেনকে।
প্রসঙ্গত উল্লেখ্য, কর্তব্যে গাফিলতির অভিযোগে বৃহস্পতিবারই সাসপেন্ড করা হয় রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিক(Tridip Pramanik) এবং এসডিপিও(SDPO) সায়ন আহমেদকে।