অনলাইনে খাবার, পোশাকের মতোই বিকোচ্ছে বোমা। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমানের কাটোয়ায়(Katwa Police Station)। খবর পেতেই কাটোয়ার মুলটিতে এই নেটওয়ার্কের পর্দাফাঁস পুলিশের। জালে এক অভিযুক্ত। ধৃতের নাম মকবুল শেখ।
নানা ধরনের বোমা (Bomb)। এক এক বোমার, এক একরকম আয়তন, এক একরকম কাজ। বোমা তৈরির পর তা ছবি তুলে পাঠানো হতো গ্রাহকের কাছে। গ্রাহকের পছন্দ হলে চলত দরাদরি। এমনকি, একসাথে বেশি পরিমাণে বোমা কিনলে থাকত বিশেষ ছাড়। পুরো প্রক্রিয়া চলত অনলাইনেই (Online bomb delivery)। অনলাইনের বরাত পাঠাত ক্রেতা। দরদামও হতো। তারপর পার্সেল করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেওয়া হতো বোমা। টাকাও পাঠানো হতো অনলাইনে।
আরও পড়ুন- BJP cencered Dilip Ghosh: তাঁর কথায় সংবাদমাধ্যমে বিতর্ক, দিলীপকে চুপ থাকার নির্দেশ বিজেপির
পুলিশ সূত্রে খবর, ২৫০ টাকায় সুতলি বোমা, ৪৫০ টাকায় কৌটো বোমা বিক্রির অভিযোগ রয়েছে। ধৃতকে জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য পেয়েছেন পুলিশকর্তারা(police)।
শেষপর্যন্ত অভিযান চালিয়ে বোমা উদ্ধার করা হয়। অভিযুক্তের বাড়ির শৌচালয়ের ছাদ থেকে বোমা উদ্ধার করা হয়। সুতলি বোমা, কৌটো বোমা উদ্ধার হয়। ডাকা হয় বম্ব স্কোয়াডকে। অভিযুক্তের ফোন দেখতেই অভিনব পদ্ধতির পর্দা ফাঁস। সেখান থেকে তথ্য খুঁজছে পুলিশ(Katwa Police Station)। কোথায় তৈরি হতো বোমা, আর কারা কারা যুক্ত, কারা এসব কিনত, সেগুলো খোঁজা হবে। অর্ডার পেয়েই কী বোমা তৈরি হতো? সেক্ষেত্রে কারা বরাত দিত সেটাও খোঁজা হচ্ছে।