জঙ্গি সন্দেহে গ্রেফতার মহম্মদ হাবিবুল্লাকে জেরা করে ইতিমধ্যে একাধিক চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে তদন্তকারী আধিকারিকরা। পশ্চিমবঙ্গে কীভাবে জঙ্গি সংগঠনের জাল বিস্তার করেছিল সেই সম্পর্কে বেশ কিছু তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা।
এদিকে কম্পিউটার সায়েন্সের মেধাবী ছাত্র মহম্মদ হাবিবুল্লা যে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত তা ভেবে অবাক হচ্ছেন অনেকেই। সূত্রের খবর, শান্ত প্রকৃতির হাবিবুল্লাকে গ্রেফতারের পর একাধিক তথ্য জানা গিয়েছে। কোনও ফোনকল নয়, সোশ্যাল মিডিয়াকেই প্রচারের হাতিয়ার করেছিলেন। এমনকি, কথাবার্তা সুরক্ষিত রাখতে এনক্রিপটেড অ্য়াপও ব্যবহার করতেন তিনি।
জানা গিয়েছে, আনসার-আল-ইসলামের শাহাদত নামে একটি শাখা সংগঠন রয়েছে। মহম্মদ হাবিবুল ওই সংগঠনের সদস্য বৃদ্ধির দায়িত্বে ছিলেন। শনিবার বিকালে কাঁকসা থানার মীরপাড়ায় একটি বাড়িতে হানা দেয় রাজ্য পুলিশের STF। এছাড়াও কাঁকসা থানার পুলিশও ওই তল্লাশি অভিযানে ছিল। প্রথমে তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয় কাঁকসা থানায়। সেখানে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করার পরেই গ্রেফতার করা হয়।