সন্দেশখালিতে পুলিশের উপরে হামলার অভিযোগে আটক তিন। সোমবার রাতে পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় জড়িত সন্দেহে তাঁদের আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।
অভিযোগের ভিত্তিতে সিদ্ধার্থ মণ্ডল নামের স্থানীয় ১৮২ নম্বর বুথের তৃণমূলের সভাপতি, দিব্যেন্দু দাস নামে স্থানীয় যুব তৃণমূলের বুথ সভাপতি এবং সিন্টু মণ্ডলকে আটক করেছে সন্দেশখালি থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রাত ১১টায় ঘটনাটি ঘটে । পুলিশ ফাঁড়িতে হঠাৎই ঢুকে পড়ে কয়েকজন দুষ্কৃতী । তাঁদের হাতে ছিল রড, লাঠি । অভিযোগ, পুলিশকর্মীদের বেধড়ক মারধর করা হয় । ঘটনায় সন্দীপ সাহা নামে এক পুলিশকর্মী গুরুতর আহত হন ।
আরও পড়ুন - মাচায় 'জামা কাপড় খুলে নাচার' দাবি, শিল্পী নিগ্রহের প্রতিবাদে সরব সুমিত, পৌষালীরা
প্রথমে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু, সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । জানা গিয়েছে, মাথায় চোট লেগেছে তাঁর । অস্ত্রোপচার করা হবে বলে খবর ।