গত বছরের মতো এবারও পুজোর ডিউটি করার সময় মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না পুলিশ কর্মীরা। এমনকি, কাঁধে ব্যাগও রাখতে পারবেন না। লালবাজারের তরফে এমনই নির্দেশ জারি করা হয়েছে বলে খবর। তবে জরুরি কোনো কাজ থাকলে সেক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহার করা যেতে পারে। তারজন্যও আলাদা করে অনুমতি নিতে হবে।
পুজোর ডিউটিতে মোবাইল ফোন ব্যবহারে রাস টানতে উদ্যোগী হয়েছিলেন স্বয়ং পুলিশ কমিশনার। এনিয়ে সোমবার একটি বৈঠকও করারও কথা রয়েছে। সেখানেই যাবতীয় নির্দেশ দেওয়া হবে। এই বছর প্রায় ১০হাজার পুলিশ কর্মী পুজোর ডিউটি করবেন। তার সঙ্গে থাকবে অন্তত ১০ হাজার পুজো ভলান্টিয়ার। এছাড়াও সিভিক ভলান্টিয়ার এবং হোমগার্ড ও রাখা হবে।
জানা গিয়েছে, প্রতিটি বড়ো পুজোর ক্ষেত্রে একজন করে ডিসি পদমর্যাদার আধিকারিকদের রাখা হবে। এছাড়াও যেখানে যেখানে ভিড় হওয়ার সম্ভাবনা বেশি সেখানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদের কর্তা থাকবেন।