বেকার যুবককে প্রেম করেছিলেন ভালবেসে। পরিবারের মত না থাকার পরেও ওই যুবককেই বিয়ে করে সংসার পাতেন 'পোস্টমাস্টার' সুচন্দ্রা প্রামাণিক। কিন্তু সেই পোস্টমাস্টারকে অপহরণের অভিযোগেই চাঞ্চল্য ছড়াল নদিয়ার পলাশিপাড়ায়। পোস্ট অফিস থেকে টেনে হিঁচড়ে গাড়ি তুলে রওনা দেয় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। খবর পেয়ে আসে পুলিশ। আসেন তাঁর স্বামী অভ্রনীল মণ্ডল। এরপর প্রায় বেশ কয়েক কিলোমিটার ধাওয়া করে অপহৃতাকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, স্থানীয় আড়বেতাই এলাকায় অপহৃতাকে ফেলে রেখেই পালায় দুটি গাড়ি। তবে অপহরণ সম্পর্কে পুলিশকে কোনও তথ্য দেননি ওই যুবতী। পুলিশ সূত্রে খবর, ওই যুবতীর পরিবারই এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। কোনও অভিযোগ দায়ের না হলেও স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পলাশিপাড়া থানা।
আরও পড়ুন- Delhi News: ধাবা মালিকের ফ্রিজ থেকে উদ্ধার মহিলার দেহ, দিল্লিতে 'শ্রদ্ধা কাণ্ডের' ছায়া
জানা গিয়েছে, ধুবুলিয়ার বাসিন্দা সুচন্দ্রা প্রামাণিক কর্মসূত্রে আসেন ঈশ্বরচন্দ্রপুর এলাকায়। সেখানেই স্থানীয় যুবক অভ্রনীল মণ্ডলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। বিয়ের পর স্বামী 'বেকার' বলে সুচন্দ্রাকে একাধিকবার বাড়ি নিয়ে যেতে চেয়েছিল তাঁর পরিবার। তা নিয়ে একাধিকবার ঝামেলাতেও জড়ায় বর-কনেপক্ষের সদস্যরা।