শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা করতে, মনোনয়ন কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। সেই মতো সোমবার সকাল থেকে ভাঙড়ের মনোনয়ন কেন্দ্রের নিরাপত্তা আরও শক্তিশালী করল প্রশাসন।
মনোনয়ন জমা দেওয়ার সময় যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ভাঙড় ২ ব্লকের বিডিও অফিসের বাইরে বসানো হয়েছে অস্থায়ী পুলিশ কিয়স্ক। এছাড়াও অফিসের ভিতর বাঁশের ব্যারিকেড করা হয়েছে।
এদিকে সোমবার মনোনয়নপর্ব শুরু হওয়ার আগে ভাঙড়ে শান্তির বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস। ISF এর বিরুদ্ধে তোপ দেগে তৃণমূলের দাবি, মাঝেরহাট এলাকায় দেওয়াল দখল করে নিয়েছে ISF। এবিষয়ে তৃণমূল নেতা আরাবুল ইসলাম জানিয়েছেন, কোনও অশান্তির দরকার নেই। শাসকদলের কোনও কর্মী অশান্তি করছে না।